নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা
জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ পতাকা বৈঠকে বিজিবি ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক। ভারতীয় বিএসএফ’র ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১০২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রমেশ কুমার।
বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা বিওপির আওতাধীন ৩ এবং সাব পিলার ২ ও ৩ এর মধ্যবর্তী স্থানে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি নাগরিক ধানের চারা রোপণ কালে ভারতীয় বিএসএফ’র ১০২ ব্যাটালিয়নের আওতাধীন ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা ও ভারতীয় স্থানীয় কয়েকজন জনসাধারণ উক্ত ধানের চারা রোপনে আপত্তি জানান। এসময় তারা জমি ভারতীয়দের বলে দাবি করেন। বিজিবি তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র উত্থাপিত দাবি ও আপত্তি নাকচ করেন।
এ ব্যাপারে উভয় ব্যাটালিয়ন কমান্ডার আপত্তিকৃত দুটি অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত রাখা এবং আগামী ২০ জানুয়ারি-২০২৫ তারিখে উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলে একমত পোষণ
করেন।