• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
মেসিকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা আইএফএফএইচএস’র, ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের দুর্নীতিবাজ আওয়ামীদের তালিকা করছে সিআইডি গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ২০০ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,দৌলতপুর থানা শাখা কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ড. আ জ ম ওবায়েদুল্লাহ এর স্মরণে আলোচনা সভায় সম্মানিত আমীরে জামায়াত চাপে পড়েছেন ভারতে আশ্রয় নেওয়া আ. লীগ নেতারা ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আ. লীগ সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান সাইদুল ভারত কাদের ঠেলে দিচ্ছে বাংলাদেশের সীমান্তে?

নারীদের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না: জামায়াত আমির।

সাইফুল্লাহ আল-কাফি / ৩২২ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

দৈনিক গণশক্তিঃ সাতক্ষীরা

মা-বো‌নেরা ঘরে ও কর্মস্থ‌লে সুর‌ক্ষিত থাক‌বে জানিয়ে বাংলা‌দেশ জামায়া‌ত ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ব‌লেন, কথা দিচ্ছি ক্ষমতায় গেলে নারীদের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না।

শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকা‌রি উচ্চবিদ্যাল‌য়ের মা‌ঠে জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে তি‌নি এ কথা ব‌লেন।

জামায়াত আমির বলেন, বিশ্বনবি স‌র্বোচ্চ ঝুঁকিপূর্ণ কা‌জেও নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। যুদ্ধ ক্ষে‌ত্রে নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। তাই আমরা তা‌দের আট‌কে রাখার কে।

ডা. শ‌ফিকুর রহমান বলেন, নারীরা সামর্থ অনুযায়ী দে‌শের জন্য আত্ম‌নি‌য়োগ কর‌বে। তা‌দের পোশাক নি‌য়ে আমরা বাধ্য কর‌বো না। তারা ইচ্ছা ও খু‌শিম‌তো পোশাক পর‌তে পার‌বে।

তিনি বলেন, জাতীয় স্বা‌র্থে দল ও ধ‌র্মের ঊর্ধ্বে থে‌কে কাজ কর‌বে জামায়াত। আমরা দুর্নী‌তিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে চাই। ইনসাফ কা‌য়েম কর‌তে চাই। যেখা‌নে মানুষ চাইলেও অধিকার পা‌বে, না চাই‌লেও অ‌ধিকার পা‌বে।

জামায়াত আমির বলেন, বাংলাদেশে সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির চমৎকার বাগান। এ বাগা‌নে মা‌ঝে ম‌ধ্যে হু‌তোম পেঁচা ঢু‌কে প‌ড়ে। এদের সম্প‌র্কে সতর্ক থাক‌তে হ‌বে। আমরা এমন দেশ চাই যেখা‌নে মস‌জিদ, ম‌ন্দির ও গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগ‌বে না।নারীদের দিকে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না: জামায়াত আমির

তিনি বলেন, আমরা সম্প্রী‌তির বাংলা‌দেশ গড়‌তে চাই। এ দেশ‌কে পৃ‌থিবীর শ্রেষ্ঠ দেশ বানা‌তে চাই। তবে কোনো উসকানিতে ফাঁদে পা দেওয়া যা বে না।


More News Of This Category
bdit.com.bd