মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের রুহন্ডি চক থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোঃ জাহিদুল ইসলাম (২৩) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন
শনিবার ( ৮ মার্চ ) দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় জমি থেকে মাটি কাটার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।