আমরা নিয়মিত আল্লাহ তায়ালার কাছে দোয়া করি। কোনো দোয়া কবুল হয়, তাৎক্ষণিক এর ফলাফল পাওয়া যায়। আবার অনেক সময় তাৎক্ষণিক দোয়ার ফলাফল পাওয়া যায় না। আমাদের মনে হয় দোয়া কবুল হলো না। আল্লাহ তায়ালার কাছে চেয়ে লাভ হলো না। কিন্তু ব্যাপারটি এমন নয়। আল্লাহ তায়ালার কাছে দোয়া করলেই তা কবুল হয়, হয়তো তাৎক্ষণিক এর ফলাফল পাওয়া যায়, অনেক সময় পরবর্তীতে দোয়ার ফলাফল লাভ করে বান্দা। কখনো কখনো দোয়ার ফলাফল মৃত্যুর পরবর্তী জীবনের জন্য রেখে দেন আল্লাহ তায়ালা।
হাদিসে বর্ণিত হয়েছে, দোয়া কবুল হওয়ার অর্থ হচ্ছে, দুনিয়াতেই প্রার্থিত বিষয় লাভ করা বা দোয়ার সওয়াব কিয়ামত দিবসের জন্য সঞ্চিত রাখা অথবা কোনো মুসীবত দূর করা অথবা গুনাহ মাফ করে দেওয়া। (সুনানে তিরমিজি, হাদিস :৩৩৮১, ৩৬৭৭)
আরেক হাদিসে বর্ণিত হয়েছে, বান্দার দোয়া সবসময় কবুল হয়, যতক্ষণ সে কোন গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে বা তাড়াহুড়া না করে। (মুসলিম, হাদিস : ২৭৩৫)
+880 1747-585656
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫