১৮ এপ্রিল ২০২৫ইং শুক্রবার নোয়াখালী মধ্য চরবাটা হাজী মোহাম্মদ মুহরি জামে মসজিদে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ মোছলেহ উদ্দীন পবিত্র জুমার বয়ানে বলেন মহান আল্লাহ তায়ালা আমাদের বিশ্ব নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পর ৪টি বিষয়ে দায়িত্ব দেওয়া হয় ১.মানব জাতি কে কুরআন তিলাওয়াত করবে, ২.কিতাব শিক্ষা দিবেন, ৩. হিকমত শিক্ষা দিবেন, ৪. মানব জাতি কে পরিশুদ্ধ করবেন, ঐই নবিওয়ালা কাজ, এই দ্বীনের দাওয়াত গুলো আমরা ইবতেদায়ি মাদরাসা থেকে শুরু করে কামিল ক্লাশ পর্যন্ত আমাদের আলেম ওলামারা দিয়ে থাকেন। অতএব মাদরাসা শিক্ষা জরুরি এবং ইবতেদায়ি মাদরাসা না থাকলে দেশে দাখিল, আলিম, ফাজিল,কামিল মাদ্রাসা না থাকলে দেশে আইয়্যামে জাহিলিয়ার মত অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। শূতরাং শিক্ষকদের বেতন এবং গত ২৮ জানুয়ারী ২০২৫ এর জাতীয় করন ঘোষণা দ্রুত বাস্তবায়ন করা জরুরি
+880 1747-585656
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫