স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ খুলনা বিভাগীয় শিক্ষক সমাবশে ৩ মে শনিবার সকাল ১০ টায় খুলনা প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে, মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় খুলনা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ছালেহ এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ শাহ আলম, মাওলানা মোঃ গোলজার হোসাইন, ড. হানিফ খান, উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আহমদ আলী সভাপতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক মহাসচিব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন, কোড বিহীন প্রতিষ্ঠানের কোড প্রদান, নীতিমালা ২০২৫ বাস্তবায়ন, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ ৬ দফা দাবি জানান। আলোচনায় অংশ গ্রহণ করেন জনাব মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, মাওলানা এ এফ এম নাজমুস সউদ, অধ্যাপক (অব) আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মাদ ছালেহ্ আহম্মাদ, মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক মিঞা, মাওলানা শফিউদ্দীন নেছারী, মাওঃ আব্দুর রহমান খান, , মাওলানা শহিদুল ইসলাম সাদ্দাম, কবিরুল ইসলাম, মোঃ রাসেদুজ্জামান, ড. মুহাম্মদ আবদুল জলিল, মাওলানা আকরাম হোসেন, মাওলানা মোসলেহউদ্দিন প্রমুখ বক্তারা ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা বিলম্ব হওয়ায় ৮ টি বিভাগে ৮ টি সমাবেশ করা শেষে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা করা হয়। বক্তারা অবিলম্বে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি জানান এবং নিম্ন লিখিত দাবিনামা পেশ করেন: দাবীসমূহ ১) মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিঃ প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা অনতিবিলম্বে জাতীয়করন করার দাবি জানাচ্ছে। ২) স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি সংক্রান্ত নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছে। ৩) ছাত্র-ছাত্রীদের অনতিবিলম্বে উপবৃত্তি চালু করার দাবি জানাচ্ছে। ৪) স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অবকাঠামো সরকারিভাবে সংস্কার/ মেরামত/নির্মাণ জরুরী ভিত্তিতে করার দাবি জানাচ্ছে। ৫) ২০২৩ ইং সনে শিক্ষা মন্ত্রণালয় তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিম দিয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য যে গবেষণা ও সুপারিশ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছে। ৬) প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক ইবতেদায়ি স্তর চালু করতে হবে। এমতাবস্থায় আগামী ২০ শে জুন ২০২৫ ইং এর মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা আলোচ্য সমস্যা সমূহ সমাধানের জন্য ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছে।