• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘিওরে পৃথক দুটি অভিযানে ৫৬ হাজার টাকা জরিমানা ঘিওরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মানিকগঞ্জের সিংগাইরে অটোচালকের লাশ উদ্ধার মানিকগঞ্জের শিবালয়ে রোমান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার ঘিওরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজেই আসছেনা এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসা, কত বেতন পাবেন শিক্ষকরা? ঘিওরে নেয়ামত শাহ্ পরিবহন ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ২ ঘিওরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

শ্যামনগর আটুলিয়ায় অনলাইন জুয়া খেলায় ধংসের পথে শিক্ষার্থী ও তরুণ সমাজ

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধি:

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অন লাইন জুয়া খেলা এক বিপদ জনক আসক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে স্মার্টফোনের মাধ্যমে সহজ দ্রুত অর্থ উপার্জনের প্রলোভনে আসক্ত হচ্ছে তরুণ সমাজ। ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে। অনলাইন জুয়া খেলায় প্রথমে কৌতুহল এবং আর্থিক চাহিদার কারণে আগ্রহী হচ্ছে নারী ও পুরুষ । অন লাইনে জুয়া খেলায় এজেন্টের মাধ্যমে একাউন্ট খুলে নিয়মিত অনলাইনে অনএক্সবেট জুয়া খেলে প্রথমে লাভ হলেও পরে হারতেই থাকে।এতে করে একাধিক নারী ও পুরুষ সর্বস্ব হারিয়ে পথে বসেছে।

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে সকল সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অনলাইন জুয়া। বিশেষ করে গ্রামাঞ্চলের স্বল্প শিক্ষিত মানুষ, এবং শিশু কিশোরদের মাঝে এই প্রবণতা আশংকা জনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। 1x bet, অনলাইন ক্যাসিনো, অনলাইন লুডু জুয়া সহ বিভিন্ন ফর্মেটে চলেছে জুয়া খেলা। জোঁক যেমন গায়ে লাগলে সমস্ত রক্ত শুষে নেয় ঠিক অনলাইনে জুয়াও ব্যক্তির জীবনকে শুষে ফেলে‌।

 

এই অন লাইনে জুয়া খেলায় যুক্ত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের লোক ও সাধারণ যুবসমাজ। তথ্য অনুসন্ধানে এলাকায় কিছু 1x B’et অনলাইন জুয়া খেলায়র চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ১০ নং আটুলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম বিড়ালক্ষী, নওয়াবেঁকী এবং কাছারি-ব্রীজ। আটুলিয়া ইউনিয়নের গাজী আল-আমিনের ছত্রছায়ায় অন লাইনে রমরমা জুয়ার ব্যবসায় মেতে আছে দিনরাত। এতে করে এলাকার উঠতি বয়সের যুব সমাজ ও শিক্ষার্থীরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে।

তথ্য সূত্রে জানা যায়, অন এক্স বেট জুয়া খেলা যারা নিয়ন্ত্রণ করে তারা হলো মাস্টার এজেন্ট। তারা তাদের অবৈধ জুয়া খেলা পরিচালনার স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের পরিচয়ে চলে। বিশেষ করে প্রশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আটুলিয়া ইউনিয়নে পশ্চিম‌‌ বিড়ালক্ষ্মী ও কাছারি ব্রীজ সংলগ্ন এলাকায় যে সকল মাস্টার এজেন্ট আছে তারা হলো : (১) সাহেব আলী- যুবদলের আহ্বায়ক গাজী আল-আমিনের ছোট ভাই (২) আফজাল হোসেন- পিতা: নুর সানা। (৩) হাসিবুল- পিতা: কামরুল সানা। (৪) আসাদুজ্জামান- পিতা: খোকন মোল্লা। (৫) রনি- পিতা: আনিস সরদার। (৬) আবু রায়হান- পিতা: হান্নান মোড়ল। (৭) রোকন- পিতা: মৃত শাহাজান সানা। (৮) মাসুম বিল্লাহ- পিতা: আজিজুর রহমান। (৯) আল মামুন। (১০) আশিক- পিতা: খোকন সরদার। (১১) হাসান আল মামুন। (১২) বেলাল হোসেন হৃদয়। (১৩) কুল্লোন খালের- সামাদ। (১৪) ইব্রাহিম মজিদ। (১৫) মাছুম বিল্লাল মুন্না। (১৬) খাইরুল কবির আরও অনেকে। তাদের অধীনে রয়েছে একাধিক সাব এজেন্ট। জুয়া খেলায় আসক্ত জুয়াড়ি দের কাছ থেকে এসকল এজেন্টরা অবৈধ পথে টাকা আয় করে রাতারাতি সম্পদের পাহাড় গড়েছেন। তাদের রয়েছে দামি গাড়ি ও বিভিন্ন শহরে বিলাস বহুল বাড়ি নির্মাণ করেছেন অনেকে। টাকা লেনদেনের জন্য তাদের কাছে রয়েছে নামে বেনামে বিভিন্ন কোম্পানির একাধিক সীমকার্ড।

এলাকার সূত্রে আরো জানা যায়, বিগত দিন যুবলীগ করা নেতা আসলাম তাকে নিয়ে বি’এন’পি দলে আনার পায়তারা করছে কিছু বিএনপির ঊর্ধ্বতম নেতাকর্মীরা। তাদেরের পিছনে কি শর্ত আছে কেবলমাত্র তারাই ভালো জানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

জনাব তারেক রহমানের দেওয়া সমস্ত নিয়ম ভঙ্গ করছে ।এতে করে বিএনপি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

 

তারা এই যুবলীগ নেতা আসলাম ও যুবলীগ নেতা মনিরুল কে সাথে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করছেন। জি,এম হাবিবুল্লাহ. যুগ্ন আহবায়ক যুবদল,শ্যামনগর উপজেলা। সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল আটুলিয়া ইউনিয়ন শাখা । তার নেতৃত্বে এবং শেল্টাররে যুবলীগ নেতা আসলাম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যুগ্ন আহবায়ক ছাত্রদল, শ্যামনগর উপজেলা বেলাল হোসেন সে নিজেই 1x B’et মাস্টার এজেন্ট। বেশিরভাগ সময় থাকে পার্শ্ববর্তী দেশ কলকাতা‌। তার আপন চাচাতো ভাই এই যুবলীগ নেতা আসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গাজী আল আমিন আহবায়ক যুবদল, ১০ নং আটুলিয়া ইউনিয়ন শাখা। সে প্রতিনিয়ত সাধারণ ও অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে। এবং তার ছাত্র ছায়ায় পড়ে যুব সমাজ সর্বনাশী জুয়া 1x B’bet এর পরিচালনা করে যাচ্ছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তাহার নিজের ছোট ভাই 1x B’et মাস্টার এজেন্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক , জুয়ায় আসক্ত পরিবারের একজন অভিভাবক বলেন, আমার ছোট ভাই ওয়ানএক্সবেটে আসক্ত হয়ে টাকা-পয়সা সব নষ্ট করে পরিবারের শান্তি শেষ করে দিয়েছে। কয়েক লাখ টাকা খুইয়ে পথে বসেছে। এজন্য তার বউ তাকে ছেড়ে চলে গেছে। দ্রুততম সময়ে অনলাইন জুয়া রোধ করতে না পারলে যুব সমাজ লোভে পড়লে ধ্বংস হয়ে যাবে।

এজন্য স্থানীয় এজেন্ট ও সাব এজেন্টদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জুয়া মাদকের মতো ছড়িয়ে পড়েছে। বরং এটা আরও ভয়ানক। কারণ, খুব সহজেই এতে আসক্ত হয়ে পড়ছে মানুষ, বিশেষ করে যুবকেরা। জুয়ায় আসক্তদের পরিবারে প্রতিনিয়ত অশান্তি বিরাজ করছে। এজন্য প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরী। এলাকার সুশীল সমাজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছে।

এ প্রসঙ্গে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অনলাইন জুয়ার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভায় গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। ইতোমধ্যে থানা পুলিশকে এ বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইতোমধ্যে আমরা অনলাইন জুয়াড়িদের ধরতে কার্যক্রম হাতে নিয়েছি। অনেকের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি এবং অপরাধীদের ধরতে প্রশাসন কাজ করে যাচ্ছে।


More News Of This Category
bdit.com.bd