মানিকগঞ্জের শিবালয়ে রোমান আহমেদ চৌধুরী (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পাটুরিয়া ঘাটের কাছে একটি পুকুর পাড় থেকে শিবালয় থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রোমান সিলেটের হবিগঞ্জ সদরের রামাড়গাঁও এলাকার নেছার আহমেদ চৌধুরীর ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উপজেলার পাটুরিয়া ঘাটের কাছে আরসিএল মোড়ের পাশে পুকুর পাড়ে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার পর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়। নিহতের স্বজনরা জানিয়েছেন তিনি ভবঘুরে ছিল।
সাথে বিভিন্ন মাদক গ্রহণ করতো। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও তিনি জানান।
+880 1747-585656
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫