মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এম এইচ ভি) কর্মীরা স্মপ্রতি,এম এইচ ভি সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে, ৩৫৬জন কর্মী শান্তি পূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচিতে এম এইচ ভি কর্মী বৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পূনরায় এম এইচ ভি দের কার্যক্রম চালু রাখার দাবী জানিয়ে বক্তব্য রাখেন এম এইচ ভি নেতৃবৃন্দ।
এম এইচ ভি দের মধ্যে বক্তব্য মোঃ রফিকুল ইসলাম,, তুলী বর্মন, শ্রী তোষার চন্দ্র দেবনাথ, কামরুল হাসান, মোহসীন খান, ফরিদুজ্জামান, শাহিদা আক্তার মোবারক হোসেন, প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ রা তাদের দাবীতে উল্লেখ করছেন।
১।সি.বি.এইচ.সি.কর্তৃক এম.এইচ.ভি সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষনার নোটিশ প্রত্যাহার করে পুনরায় বহাল রাখতে হবে।
২।বর্তমান পণ্যদ্রব্যের বাজার মূল্য বিবেচনায় বেতন ভাতা বৃদ্ধি করতে হবে।
+880 1747-585656
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫