• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ যুবলীগের ৫ নেতা কর্মী গ্রেফতার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকেই আপনাদের সমর্থন করেছে, মানিকগঞ্জে রুহুল কবির রিজভী স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের ঘোষণা অবিলম্বে কার্যকর করতে হবে চাঁদা দাবি করলে অপরাধীকে আইনের হাতে তুলে দিন, আফরোজা খান রিতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণকে জাতীয়করণের আশ্বাস বাস্তবায়ন করতে হবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বাঁচলে দাখিল, আলিম,ফাযিল,কামিল মাদ্রাসা বাঁচবে শোভাযাত্রা – বাঙালিয়ান খাবার ঘিওরে ইসলামিক ফাউণ্ডেশন কতৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫  উদযাপন ঘিওরে পৃথক দুই অভিযানে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ২ হাজার মিটার পাইপ বিনষ্ট

দেবহাটায় ডিবি পুলিশ কর্তৃক ০৩ টি বিদেশী পিস্তলসহ (এক) জন গ্রেফতার।

কাজী ফকরুল ইসলাম রিপন / ১২৫ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধিঃ কাজী ফখরুল ইসলাম রিপন

সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকা হতে ডিবি পুলিশ কর্তৃক ০৩ টি বিদেশী পিস্তল, ০৬টি ম্যাগাজিন এবং ০৬ রাউন্ড গুলিসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্যারের

তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দিন মোল্লল্লা এর নেতৃত্বে গত ০২/০১/২০২৫ খ্রি. আনু: রাত ২০.৩৫ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্থ কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা-শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ আসাদুল গাজী (৩২), পিতা-মৃত জাফর গাজী, সাং-কালাবাড়িয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার পূর্বক তার দেহ তল্লাশী করে (১) তার ডানহাতে থাকা ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ০১ (এক) টি বিদেশী পিস্তল বাটসহ লম্বা ৮ ইঞ্চি। বাটের দুই পার্শ্বে চাচ যুক্ত। বাটের উভয় পার্শ্বে সোনালী রংয়ের ধাতব তৈরী স্টার চিহ্ন আছে। যার ফায়ারিং পিন ও ট্রেগারসহ অস্ত্রটি সচল। পিস্তলটির ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে NO 111 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজীতে খোদাই করে CHINA লেখা আছে এবং তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট হতে ০১ টি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গুলি দুইটির পিছনে ইংরেজীতে খোদাই করে K.F 7.65 লেখা।

 

(২) আসামীর পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের ০১ (এক) টি বিদেশী পিস্তল এবং ০১ (এক) টি খালি ম্যাগাজিন। পিস্তলটির ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে NO 11 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজীতে খোদাই করে CHINA লেখা আছে। পুলি দুইটির পিছনে ইংরেজীতে খোদাই করে K.F 7.65 লেখা।

 

(৩) আসামী আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের ০১ (এক) টি বিদেশী পিস্তল এবং ০১ (এক) খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটির ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে NO 110 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পাশে ইংরেজীতে খোদাই করে CHINA লেখা। গুলি দুইটির পিছনে ইংরেজীতে খোদাই করে K.F 7.65 লেখা (৪) ০১ (এক) টি OPPO মোবাইল ফোন যার মডেল নং-CPH2285 ৫। ০১ টি ১০০০/- টাকার নোট, ০৪ টি ১০০/- টাকার নোট, ৪ টি ৫০/- টাকার নোট সর্বমোট ১৬০০/- উক্ত আলামতগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পবরর্তীতে উক্ত আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-০১ তারিখ-০৩/০১/২০২৫ খ্রি. ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A), (F) রুজু হয়।

 

গ্রেফতারকৃত আসামীর তথ্য:

নাম: মোঃ আসাদুল গাজী (৩২), পিতা-মৃত জাফর গাজী, সাং-কালাবাড়িয়া, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরা

 

উদ্ধারকৃত আলামত:

১। ০৩ টি বিদেশী পিস্তল ২। ০৬ রাউন্ড গুলি ৩। ০৬ টি ম্যাগাজিন ৪। ০১ (এক) টি OPPO মোবাইল ফোন যার মডেল নং-CPH2285 ৫। ০১ টি ১০০০/- টাকার নোট, ০৪ টি ১০০/- টাকার নোট, ৪ টি ৫০/- টাকার নোট সর্বমোট ১৬০০/- টাকা।

 

মামলা নং: দেবহাটা থানার মামলা নং-০১ তারিখ-০৩/০১/২০২৫ খ্রি. ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A), (F) রুজু হয়।

 


More News Of This Category
bdit.com.bd