কলারোয়া প্রতিনিধিঃ
গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে জয়নগর দক্ষিন পাড়ার সুব্রত দাসের বাড়ি থেকে নগদ ৬৩ হাজার টাকা, ১.৫ লক্ষ টাকার সোনার গহনা ও মোবাইল ফোন চুরি গেছে।
সেই একি ঘটনার পুনরাবৃত্তি, জয়নগর দক্ষিন পাড়ার রেজাউল শেখ (৫৫), পিতা মৃত নেছার আলীর বাড়িতে। গত রাতে চেতনা নাশক স্প্রে করে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, স্বর্ণের গহনা ও ২ টি মোবাইল ফোন চুরি করেছে চোর চক্র।
ভুক্তভোগী রেজাউল শেখ কলারোয়া নিউজ কে জানিয়েছে, গতকাল রাত ১০ টার দিকে ঘরের পেছনে শব্দ শুনে যেতেই চোর পালিয়েছে রেখে গিয়েছে আলামত পায়ের ছাপ। সজাগ দৃষ্টি রাখি বাড়ির দিকে, রাত গভীর হওয়ায় পুত্র বধু ঘুমাতে বলে, তার কথায় ঘুমাতে যায়। ঘুমিয়ে পড়ে তিনি আর কিছু জানেন না। সকালে উঠে দেখেন শরীর টালমাটাল, ফোন, টাকা ও স্বর্ণের গহনা কিছুই নেই।
চুরির ঘটনায় সরসকাটি পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর কবির জানিয়েছেন, লাগাতার চুরির ঘটনাটি দুঃখজনক তবে আমদের সজাগ দৃষ্টি ও টহল অব্যাহত আছে। সেই সাথে স্থানীয়দের ও সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন।
+880 1747-585656
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫