২১ এপ্রিল মঙ্গলবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক জাতীয় সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমন্বয়ক ডক্টর আবদুছ ছবুর মাতুব্বর।
সভার আলোচ্য বিষয় ছিল “আগামী ২৬ মার্চ শনিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিতব্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক সভা সফল করা”।
উক্ত সভায় উপস্থিত থাকবেন সকল সমন্বয়কবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আমরা আশা করি বর্তমান সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণের ঘোষণা অবিলম্বে কার্যকর করতে হবে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০২৫ অনুমোদন করতে হবে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নবায়ন ও কোড নম্বর দিতে হবে, নতুন প্রতিষ্ঠার অনুমতি প্রদানের কাজ দ্রুত শুরু করতে হবে।
ফ্যাসিস্ট সরকারের পতনের সময় ৯ মাস চলে গেলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষার সাথে তাদের রেখে যাওয়া বৈষম্যনীতি বাতিল করা হয়নি। যা দুঃখজনক, বেদনাদায়ক এবং কষ্টের।
সভায় সুনির্দিষ্ট করণীয় নির্ধারণে সকল সমন্বয়ক ও অতিথিবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।