গণশক্তি ডেস্কঃ
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে আটক করেছে পুলিশ।সোমবার বিকালে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।"সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উনাকে আটক করা
মামলায় গ্রেফতার দেখানো হবে," বলেন মি. রহমান।উল্লেখ্য যে, গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশসহ নানান কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।ওই জোটের মুখপাত্র হিসেবে বেশ সক্রিয় ছিলেন মি. দাশ।গত ২৫শে অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০শে অক্টোবর তিনিসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় একটি 'রাষ্ট্রদ্রোহ' মামলা করা হয়।
+880 1747-585656
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫